চিংড়ি
মাছের পাতুরি।খুব সহজে রান্না করুন চিংড়ি মাছের পাতুরি।
একটি ছোট্ট টিপস:-
যে কোন কাঁচ পরিস্কারের সহজ পদ্ধতি:- রান্না ঘরের জানালা কাঁচ অথবা কোনো আসবাব থাকলে তার কাঁচ পরিস্কারের একটি সমস্যা দেখা দেয়।বা অন্যান্য সকল ধরনের কাঁচ পরিস্কারের জন্য ও সমস্যা হয়। রান্নার তেলের ধোঁয়া ও আচের ধোঁয়ায় এক ধরনের তৈলাক্ত স্তর পড়ে ওই কাঁচের ওপর। সেই কাঁচ পরিস্কারের জন্য চকখড়ি গুঁড়িয়ে কিংবা বেটে জলের সাথে মিশিয়ে ভালো করে কাঁচের গায়ে মাখিয়ে কয়েক ঘণ্টা রাখবেন। ভালো মতো শুকিয়ে গেলে জল ন্যাকড়া দিয়ে বেশ কয়েকবার ধরে মুছে দেখুন,কেমন চকচকে হয়ে উঠেছে।এই ভাবেই নিজেদের বড় ঘরের কাঁচ ও পরিস্কার করতে পারেন।
আর একটি পদ্ধতি আছে যেটি হল ঘরে পড়ে
থাকা নিউজ পেপার,এই নিউজ পেপার
দিয়ে ও কাঁচ পরিস্কার
করা যায়।এই নিউজ পেপার দিয়ে কাঁচ পরিস্কার করা সম্ভব। তাহলে নিয়মটি যেনে নিন, প্রথমে নিউজ পেপার কেটে অল্প জলে ভিজিয়ে কাঁচের গায়ে লাগিয়ে রাখবেন।কয়েক মিনিট পরে ঘষবেন। দেখবেন কেমন ঝকঝকে করছে। তবে একটি কথা মনে রাখবেন যে, বেশি জল দিয়ে কাগজ
ভেজাবেন না,তাতে কাঁচে
বেশি জল গড়াবে আর
সেই কাজ ও হবে না।
সেই রকম পরিস্কার ও হবে না।
এটি আমি একটি ঘরোয়া পদ্ধতিতে ঘরের কাঁচ বা অন্যান্য কাঁচ
পরিস্কারের কথা বলাম, এটিতে আপনার অনেক কম খরচে কাঁচ
পরিস্কার হয়ে যাবে।আর এটি যদি আপনার পচ্ছন্দ না হয় তাহলে
বাজার থেকে অনেক লিকুইড পাওয়া যায়,যার মাধ্যমে আপনি নিজের ঘরের কাঁচ পরিস্কার করতে পারেন। এটির মাধ্যমে যদি আপনার কোন উপকার হয়ে থাকে বা উপকার পেয়ে
থাকেন তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না।চলুন আর কথা না
বাড়িয়ে আজকের চিংড়ি মাছের পাতুরি রেসিপিটি কি ভাবে রান্না
করবেন সেটি দেখে নেওয়া যাক।এই চিংড়ি মাছের পাতুরি বাঙালিদের সবচেয়ে বেশি প্রিয় খাবারের মধ্যে একটি।